নারীকে আত্মশক্তিতে বলিয়ান হতে হবে: শিক্ষামন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। এ সকল প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারীকে তার আত্মশক্তিতে বলিয়ান হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানী বেইলি রোডে বাংলাদেশ গার্লস গাইড আয়োজিত ‘বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

গার্লস গাইডের জাতীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

শিক্ষামন্ত্রী বলেন, একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভঙ্গিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। যখন অনেক মানুষ একসাথে কাজ করে তখন কোন শক্তিই তাদের রুখতে পারে না। কারণ সকল ভিন্নতা বা বৈচিত্র্য এর মধ্যে একধরনের শক্তি রয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা নারী ও পুরুষের মধ্যে ন্যায়-সংগত সমতা চাই।