আশুলিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা, ছবি: বার্তা২৪.কম

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা, ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৪শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মিরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৫) এবং মো. রিপন মিয়া (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাজেদুল ইসলাম সজল জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪শ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা চুয়াডাঙ্গা থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।