র‍্যাব পরিচয়ে দিনে ছিনতাই রাতে ডাকাতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কেরানীগঞ্জ থেকে তাদেরকে আটক করা র‍্যাব/ছবি: বার্তা২৪.কম

কেরানীগঞ্জ থেকে তাদেরকে আটক করা র‍্যাব/ছবি: বার্তা২৪.কম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি করার সময় দুজনকে আটক করে র‍্যাব-১০।

আটকদের নাম আল- আমিন (২২) রুমান মিয়া (২০)।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি ) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদসম্মেলন করে র‍্যাব ১০ এর অধিনায়ক কাইমুজ্জামান এ কথা বলেন।

কাইমুজ্জামান বলেন, আটকের সময় তাদের কাছে থেকে একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড এ্যামুনিশন, একটি খেলনা পিস্তল, একটি র‍্যাবের জ্যাকেট, একজোড়া হ্যান্ডকাফ, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, অস্ত্রের ভয় দেখিয়ে তারা মোবাইলফোন ও নগদ টাকা ছিনতাই করত। তাছাড়া দিনে তারা চাঁদাবাজি করলেও, রাতে ডাকাতি আর মাদক ব্যবসা করতো।