ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা প্রযুক্তিতে অংশীদারিত্ব বজায় রাখবে

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ

ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে অংশীদারিত্ব বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা রেডিসন ব্লুতে ভারতের প্রতিরক্ষা সামগ্রী নিয়ে ভারতের হাইকমিশন একটি সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সেমিনারে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ ভারত অনেক ক্ষেত্রে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। প্রাকৃতিক অংশীদার হিসেবে দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে আরও সহযোগিতা অব্যাহত রাখবে।  

শিল্পমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্রুত শিল্পায়ন ঘটছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার কাজের জন্য বিশ্বে সুনাম অর্জন করেছে। আজকের সেমিনারর দু্’দেশের প্রতিরক্ষা সামগ্রী নির্মাতাদের অংশীদারিত্ব বৃদ্ধিতে সহায়তা করবে।