মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদি আসবেন: পররাষ্ট্রমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদি আসবেন

মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদি আসবেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ মার্চ ঢাকায় আসছেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

কত তারিখে ভারতের প্রধানমন্ত্রী আসতে পারেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর কিছু কাজ থাকবে। ভারতের প্রধানমন্ত্রী ১৬ মার্চও আসতে পারেন বা ১৭ মার্চও আসতে পারেন। তবে ১৬ তারিখ আসলে খুব ভালো হয়। যদিও এখনও তার তারিখ ঠিক হয়নি।