বাংলাদেশকে করোনাভাইরাস শনাক্তের মেশিন দেবে কোরিয়া

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে করোনাভাইরাসসহ যেকোনো ভাইরাস শনাক্তের স্ক্যানিং মেশিন দিবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রিসভার বৈঠকে করোনাভাইরাস নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা নিয়ে রেগুলার আলোচনা হচ্ছে তবে আজকে সুনির্দিষ্ট করে কোন আলোচনা হয়নি। এর আগে গতকাল এবং বৃহস্পতিবারও আলোচনা হয়েছে।

সচিব বলেন, কোরিয়া থেকে আমাদেরকে একটি স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি বলেছেন, তার কাছে একটি অফার এসেছে। যে কোন ভাইরাস থাকলে এবং এটার মধ্যে গেলে ওটা ধরা পড়বে। বিনামূল্যেই তারা এটি দিবে।

সবগুলো বিমানবন্দরেই এগুলো বসানো হবে জানিয়ে তিনি বলেন, এখনো আমরা চিঠিটা পাইনি। তবে এটি কোরিয়ান একটি টেকনোলজির। উনারা বলছেন যেকোন ভাইরাস আসলেই ধরা পড়বে। এটা যদি সফল হয় তাহলে অবস্থা আরো ভালো হবে।