পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত রাবাহ লার্বি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত রাবাহ লার্বি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লার্বি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সঙ্গে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উভয়ই নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে বিশেষত ঢাকায় নতুন আলজেরিয়ান মিশন অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা ২০১৬ সাল থেকে আলজেরিয়ার আবাসিক কূটনৈতিক মিশন পুনরায় খোলার বিষয়ে আলজেরিয়ান সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন।

তারা ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের সাধারণতার উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ১৯৭৩ সালের সেপ্টেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চতুর্থ ন্যাম সম্মেলনে অংশ নিতে আলজেরিয়ার ঐতিহাসিক সফরের কথা পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উভয়ই আনন্দের সঙ্গে স্মরণ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরের স্মরণীয় স্মৃতি সংরক্ষণে আলজেরিয়ান সরকারের ইচ্ছার প্রশংসা করেন আলজেরিয়ার প্যালেস অফ নেশনসের একটি কোণকে তাঁর ছবি এবং বাণী প্রদর্শনের জন্য উৎসর্গ করার মাধ্যমে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত রাবাহ লার্বি

দুই মন্ত্রী উভয় ভ্রাতৃত্বপূর্ণ দেশের পারস্পরিক সুবিধার্থে বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট সহযোগিতা বর্ধনের জন্য আলজেরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। দু'জনেই আশাবাদ ব্যক্ত করেন যে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ঢাকায় আলজেরিয়ান মিশনের পুনরায় উদ্বোধন দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথের সূচনা করবে।

নতুন রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিশেষত রাজনৈতিক পরামর্শ গ্রহণ, অর্থনৈতিক ও বাণিজ্য সংযোগ বৃদ্ধিতে জোর দেন। তিনি ওষুধপত্র, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য ভোক্তা পণ্যসহ বাংলাদেশ থেকে মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখান।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্যান্য সম্ভাব্য খাতগুলোর মধ্যে জ্বালানি, বিমান সংযোগ এবং দক্ষ জনশক্তিতে সহযোগিতার সুযোগগুলো অনুসন্ধানের জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ করেন এবং জনগণের সুবিধার্থে সরকারি ও বেসরকারি উভয় স্তরে সফর বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন।

এর আগে রাষ্ট্রদূত রাবাহ লার্বি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তার পরিচয় পত্র পেশ করেছেন।