শর্তসাপেক্ষে পরিবারের কাছে ফিরলেন চীনফেরত ১০০ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে থাকা চীনফেরত বাকি ১০০ জনও শর্তসাপেক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশে রওনা করতে শুরু করেন তারা।

বিজ্ঞাপন

তবে, বাড়ি ফিরে গেলেও শর্ত অনুযায়ী প্রত্যেককেই ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইডিসিআর) ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এদিকে, দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উহান ফেরতরা।

গতকাল বিকেলে শেষ হয় চীনের উহান থেকে ফেরা ৩১২ জনের কোয়ারেন্টাইন। এরপর রাত পর্যন্ত তাদের স্ক্রিনিং করা হয়। গতকালই বাড়ি চলে যান ২১২ জন।