সিলেট ছাত্রদলের ১৭ ইউনিটে নতুন কমিটি
সিলেট মহানগর ছাত্রদলের আওতাধীন ১৭ ইউনিটে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এসব কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদন পাওয়া ১৭টি ইউনিটের মধ্যে ১৪টি ওয়ার্ডে আহবায়ক কমিটি, দু’টি কলেজে আহবায়ক এবং একটি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব হক সৌরভ বার্তা২৪.কমকে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে ছাত্রদলের কমিটিগুলো করা হয়েছে। শীঘ্রই বাকি কমিটিগুলোও করা হবে। নবগঠিত কমিটিগুলো খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলন ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের জুনে সিলেট মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।