পুলিশের পোশাক পরে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের পোশাক পরা সোহেল মোল্ল্যা ও প্রাইভেটকার

পুলিশের পোশাক পরা সোহেল মোল্ল্যা ও প্রাইভেটকার

খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া ইউনিয়নের টিপনা বালিয়াখালী বাজার থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে নেওয়ার পথে আড়ংঘাটা থানা এলাকায় প্রাইভেটকারসহ সোহেল মোল্ল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণকারীদের শরীরে পুলিশের পোশাক ছিলো। এ ঘটনায় পুলিশ একজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার খর্ণিয়া ইউনিয়নের টিপনা বালিয়াখালী বাজার থেকে শনিবার রাত আনুমানিক রাত ২টার দিতে মুদি ব্যবসায়ী সেকেন্দার গাজীকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। অপহরণ করে পালিয়ে যাওয়ার পথে রাতেই আড়ংঘাটা থানার ডিউটিরত পুলিশ একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্রো গ- ১৪-২১০২) ও পুলিশের পোশাকসহ এক অপহরণকারীকে আটক করে ।

আটককৃত মোঃ সোহেল মোল্ল্যা (৩৫) লোহাগড়ার এয়াকিল মোল্লার ছেলে। তার সঙ্গে থাকা আরও তিন অপহরণকারী কৌশলে পালিয়ে যায়। আটককৃত সোহেল নিজেকে সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে সেকেন্দার গাজীকে অপহরণ করে। আটকের সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাইভেটকারটি আড়ংঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, আটককৃত সোহেল মোল্ল্যাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।