চিকিৎসককে ছুরিকাঘাত, বিচারের দাবিতে মানববন্ধন
খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উত্তম কুমার দেওয়ানকে কর্তব্যরত অবস্থায় হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্যানারে মানববন্ধন করে চিকিৎসকরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি ও খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যা প্রচেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনার চিকিৎসকরা। এছাড়া মানববন্ধন থেকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচার ও হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
আরও পড়ুন- খুলনায় ছুরিকাঘাতে চিকিৎসক আহত, আটক ১