সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার তেতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিয়া খাতুন দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে উপজেলার তেতলি বাজারে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাতে থাকা শাফিয়া খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় শাফিয়া খাতুনের দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ (৩০) আহত হন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহত দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।