খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫, ছবি: বার্তা২৪.কম

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫, ছবি: বার্তা২৪.কম

খুলনার কয়রায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে র‍্যাব- ৬ জানায়, খুলনার কয়রা উপজেলার গোবরা এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, গোবরার ছবেদ আলীর ছেলে আব্দুল কাদের সরদার (৩৬), শামসুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৩৮), আব্দুল রহিমের ছেলে শহিদুল্লাহ খোকন (৩৮), মৃত কুদ্দুস সরদারের ছেলে আমাজাদ সরদার(৪০) ও আকবর আলীর মো. ছায়ফুল্লাহ(৪০)। এ ঘটনায় বুধবার দুপুরে কয়রা থানায় মামলা হয়েছে।

গ্র‌েফতারকৃতদের কাছ থেকে, ১টি এক নলা বন্দুক, ১টি এয়ার গান, ১১ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ৪টি হাসুয়া, ৬টি মোবাইল, ১০টি সীমকার্ড, ৩টি মেমোরি কার্ড ও নগদ ৫৯২ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা খুলনা জেলার কয়রা থানাধীন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো।