সোমবারের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর নির্দেশ ইসির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ছবি: বার্তা২৪.কম

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে প্রার্থীদের নিজ খরচে এগুলো সরাতে হবে। সরকারি সংস্থা এসব অপসারণ করলে প্রার্থীদের এর ক্ষতিপূরণ দিতে হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এসব কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পোস্টার-ব্যানার টাঙিয়ে যে যে প্রার্থী প্রচারণা চালিয়েছেন তারা নিজ দায়িত্বে পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন। তা না হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, দায়িত্বরত যারা আছেন, তারা সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে বিধান তাছে তা মেনে নিতে হবে।’

‘প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে, তারা নিজ নিজ দায়িত্বে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে নেবেন’, যোগ করেন সচিব।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি)। উত্তর সিটিতে ২৫ দশমিক ৩০, আর দক্ষিণে ২৯ দশমিক ০০২ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে দুই সিটিতে।