দ্বার উন্মুক্ত, মেলায় প্রবেশ করছেন বইপ্রেমীরা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেলায় প্রবেশ করছেন বই প্রেমীরা, ছবি: বার্তা২৪.কম

মেলায় প্রবেশ করছেন বই প্রেমীরা, ছবি: বার্তা২৪.কম

পর্দা উঠল অমর একুশে বইমেলার। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণা করে স্থান ত্যাগ করার পরপরই মেলা প্রাঙ্গণে ঢোকার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।দীর্ঘ অপেক্ষার পর মেলা প্রাঙ্গণে ঢুকতে শুরু করেছে বইপ্রেমীরা।

মেলায় প্রবেশের প্রধান দুটি পথ টিএসসি এবং দোয়েল চত্বর। সোহারাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমিতে প্রবেশের জন্য ভিড় জমাতেও দেখা যায় দর্শনার্থীদের। তবে মেলা প্রাঙ্গণে প্রথমদিন তেমন উপচে পড়া ভিড় লক্ষ করা যায়নি।

বিজ্ঞাপন

কথা হয় মতিঝিল থেকে আসা চাকুরীজীবী আব্দুল মালেকের সাথে। তিনি বলেন, দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হয়েছে। তেমন ভিড় না থাকলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। একটু আগে দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে প্রথম দিনে মেলায় উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত এ বইপ্রেমী।