চীনা নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনা নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।

রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই কথা জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। এটি সাময়িক নির্দেশনা। আগামী এক মাস কেউ এই ভিসা পাবেন না। তবে হেলথ সার্টিফিকেট নিয়ে ভিসা প্রসেস করে দেশে আসতে পারবেন।’

মন্ত্রী জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে যারা অসুস্থ তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নিয়মিত দেখভাল করছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফিলিপাইনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এই ভাইরাস এখন পর্যন্ত ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৫১ জন।