ইতালি সফরে প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে বন্ধুত্বের বার্তা দেবেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে ৪ দিনের সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বন্ধুত্বের বার্তা দেবেন।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সফর সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদের (ব্রেক্সিট) ফলে কোনো সমস্যা হবে না। ব্রেক্সিট বাংলাদেশ ও ব্রিটেন দুই দেশের জন্যই ভালো কিছু নিয়ে আসবে।’

একে আবদুল মোমেন বলেন, ‘এ সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন।’

প্রধানমন্ত্রী ইতালির রোমের নিজস্ব জমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘ইটালির সঙ্গে চুক্তির বিষয়টি এখনো ফাইনাল নয়। প্রতিরক্ষা কিছু আইটেম কিনেছি। আরও আলোচনা চলছে। তবে এ নিয়ে কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা নেই।’

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনে বিদেশিরা কোড অব কন্ডাক্ট মেনে চলায় তাদের ধন্যবাদ জানাই।’

ড. মোমেন জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিমানটি বিকেল সোয়া ৪টার দিকে (ইতালীয় সময়) রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

সন্ধ্যায় পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর পাজাজো চিগিতে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং সরকারি মধ্যাহ্নভোজনে যোগ দেবেন শেখ হাসিনা।

পরদিন বিকেলে, ইতালীয় ব্যবসায়ী সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে সাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যায়, পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ রাষ্ট্রদূতের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় (ইতালীয় সময়) এমিরেটস এয়ারলাইন্সের হয়ে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘অবৈধ বাংলাদেশি যারা ইতালিতে আছেন, তারা অনেকে সেখানে এখনো থাকতে পারছেন। তবে আমরা চাই না কেউ অবৈধ থাকুক। ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়াটা অন্যায় কাজ।’

তিনি বলেন, ‘ট্রাভেল এজেন্সি অনেককেই প্রথমে লিবিয়ায় নিয়ে যায়, পরে অত্যাচার করে টাকা আদায় করে, নৌকায় করে সাগরে ভাসিয়ে দেয়, তারা ডুবে মারা যায়। অভিভাবকদের বলব টাকা না দিতে। বরং সেই অর্থ দিয়ে দেশে ব্যবসা করুক। আমরা ১৮টি প্রতিষ্ঠানের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি, তারা ব্যবস্থা নিয়েছে।’

সীমান্তে হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলতি বছর আমরা এ ইস্যুতে ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি।’

করোনাভাইরাস ও চীন নিয়ে এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাদের অনেকে এখানে কাজ করে। তাদের দূতকে বলেছি অনএরাইভাল ভিসা বন্ধ রাখছি। একমাসের জন্য আসা বন্ধ। এটা সাময়িক। তারা মেনে নিয়েছে। তবে ভিসা নিয়ে আসতে পারবে, তবে এজন্য হেলথ সার্টিফিকেট লাগবে। চীন থেকে ফেরত অসুস্থ ৮ জনকে কুর্মিটোলায় নিয়মিত দেখভাল করছে সিভিল সার্জেন্ট।