হরতালের রেশ নেই, যান চলাচল স্বাভাবিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে চলছে নিরুত্তাপ হরতাল/ছবি: বার্তা২৪.কম

রাজধানীতে চলছে নিরুত্তাপ হরতাল/ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত হরতাল কর্মসূচির পালনের ঘোষণা দেয় দলটি। কর্মসূচি দিলেও সকাল থেকেই অনেকটাই ঢিলেঢাবে চলছে হরতাল।

বিজ্ঞাপন

রাস্তায় নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চলছে সবকিছু।

স্বাভাবিক দিনের মতোই চলছে সবকিছু

রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিডিউল অনুয়ায়ী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন।

রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিলো চোখে পড়ার মতো। প্রধান সড়ক, গলিপথ সব স্থানেই চলছে যানবাহন। চলছে রাইড শেয়ারিংগুলোও।

হরতালের কোনো প্রভাব পড়েনি

সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেটসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কথা হলো লাভলী পরিবহনের চালক আতিকের সঙ্গে। আলাপকালে বার্তা২৪.কমকে তিনি বলেন, বাংলাদেশে হরতাল বলে এখন আর কিছু নাই। সকালে বের হবার সময় একটু ভয় লাগছিলো। পরে রাস্তায় বাইর হইয়া দেখি কোনো আওয়াজই নাই। রাস্তায় পাবলিকেরও অভাব নাই।

ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিলো চোখে পড়ার মতো

বেসরকারি চাকরিজীবী আব্দুল মালেক বার্তা২৪.কমকে বলেন, হরতাল আর হয় না। এসব দিন শেষ, জীবিকার প্রয়োজনে বের হতেই হয়।