হরতালে যানবাহন চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা

হরতাল বিএনপির হঠকারি সিদ্ধান্ত, আমরা এই হরতাল মানি না। যানবাহন চলাচল করবে, ভাঙচুরের চেষ্টা করা হলে তার দায় বিএনপিকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা।

হরতাল ঘোষণার পর শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রাঙ্গা বলেছেন, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে দিতে পারি না। হরতালে যদি একটি গাড়িতে আঁচড় দেওয়ার চেষ্টা হয়, বিএনপিকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যাবেন, ইভিএম মেনে নেবেন। জনগণের রায় মানবেন না এটা হতে পারে না।

পুরোপুরি ফলাফল ঘোষণার পূর্বেই ঢাকার দুই সিটির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকায় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।