বিজিবি’র পতাকা বৈঠকে সাড়া দেয়নি বিএসএফ
রাজশাহীর গোদাগাড়ীর খরচকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পরপরই পতাকা বৈঠকের আহ্বান জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদস্যদের একটি দল খরচকা সীমান্তে গেলেও সেখানে আসে নি বিএসএফ।
বিজিবির সাড়া না পেয়ে দুপুরে ক্যাম্পে ফিরে আসে বিজিবি সদস্যরা। তবে ফের বিএসএফকে চিঠি দিয়ে বিকেল ৪ টার দিকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলেই বিএসএসকে যথাযথ প্রক্রিয়া মেনে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তারা শনিবার সকালে আসেনি। বিকেলে আসতে পারে। আমরা পতাকা বৈঠক করে দ্রুত বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।
এর আগে শুক্রবার দুপুরের দিকে গোদাগাড়ীর খরচকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। তারা পদ্মার বিস্তীর্ণ চরে গবাদিপশু চরাতে গিয়েছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।
বিএসএফ’র হাতে আটককৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুল হকের ছেলে সোহেল রানা (২৭), মৃত কালুর ছেলে কাবিল হোসেন (২৫), মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আলম (৩৫) এবং মো. আলমের ছেলে শফিকুল ইসলাম (৩০)।