বাংলাদেশিদের নিয়ে উহান থেকে ঢাকার পথে বিমান

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে নিয়ে চীনের উহান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।

শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটি দেশের পথে যাত্রা করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

উহান থেকে ফেরত এসব বাংলাদেশিকে বিমান থেকে নামিয়ে প্রথমে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে। সেখানে তারা ১৪ দিন পর্যবেক্ষণে থাকবে। এসময় তারা পরিবারের সদস্যসহ কারো সঙ্গে দেখা করতে পারবেন না।

উল্লেখ্য, উহানে আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চীনের উদ্দেশে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ।