পাস করলো রাজশাহী বোর্ডে ফেল করা ৫৪ শিক্ষার্থী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৫৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন শিক্ষার্থী। এছাড়া ফল পরিবর্তন হয়েছে আরও ২০৬ জন শিক্ষার্থীর।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের নতুন ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফল প্রকাশের পর গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এবার প্রায় সাড়ে ৯ হাজার শিক্ষার্থী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। পুনঃনিরীক্ষণে মোট ৩৭৯ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ১০ ভাগ। এ বছর ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

এর মধ্যে ছাত্রী রয়েছে ৯ হাজার ২০০ জন আর ছাত্র ৭ হাজার ২৭৮ জন। এবার শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা রয়েছে ৮২০টি।