পায়ুপথে এক কেজি সোনা, শাহজালালে ১ যাত্রী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক সারোয়ার আলম

আটক সারোয়ার আলম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে করে আনা এক কেজি ১৪১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এসব সোনা নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে ৫৮২) দুবাই থেকে ঢাকায় আসেন সারোয়ার আলম (৩৫) নামের এক যাত্রী।

বিজ্ঞাপন

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত স্বর্ণের বার

তিনি জানান, সোমবার সারোয়ার আলম দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আসার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে সে তার পায়ুপথে করে সোনা আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় আরও ১৪৪ গ্রাম সোনার অলংকার।

আটক স্বর্ণের বাজার মূল্য ৫৭ লাখ টাকা বলে জানা গেছে। সারোয়ার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের মো. সোলায়মানের পুত্র।

সরোয়ারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।