ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত আভির, ছবি: বার্তা২৪.কম

সড়ক দুর্ঘটনায় নিহত আভির, ছবি: বার্তা২৪.কম

রাজধানীর ওয়ারীতে ওয়াসার পানির ট্যাংকারের ধাক্কায় আভির (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত আভির ওয়ারী স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে একজন এসএসসি পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ওয়ারী ওয়াসার গলিতে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই সাইফুল বার্তা২৪.কমকে বলেন, আভিরের স্কুলে আজ র‍্যাগ ডে ছিল। র‍্যাগ ডে শেষ করে বাসায় ফিরে আসার সময় ওয়াসার গলিতে একটি পানির ট্যাংকার তাকে ধাক্কা মারে। পরে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী স্কুলের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ রেখে এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছে

ঘটনা সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার ডিউটি অফিসার এস আই তামান্না আক্তার বলেন, আভিরের নিহতের ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। ওয়াসার পানির ট্যাংকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পানির ট্যাংকার ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ওয়ারী স্কুলের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ রেখে এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছে।