আগ্রহী বাংলাদেশিদের চীন থেকে ফেরত আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীনে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে ইচ্ছুক, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।

আমরা চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পোস্ট

এর আগে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, উহানে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। এছাড়া উহান প্রবাসীরা জরুরি সহায়তা চাইলে দূতাবাস চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। আর যে কোনও জরুরি প্রয়োজনে একটি হটলাইন নম্বর খুলেছে দূতাবাস।