মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ।
রোববার (২৬ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করেন নতুন চেয়ারম্যান। এর আগে তিনি নৌবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৫ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ জানুয়ারি) রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ও নৌ সদরের বিভিন্ন পরিদফতরের পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) ব্যানকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশন ডাইরেক্টটরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।