উমা কাজী আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উমা কাজী, ছবি: সংগৃহীত

উমা কাজী, ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই।

বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উমা কাজী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিজ্ঞাপন

তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ও খিলখিল কাজীর মা উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উমা কাজী নজরুল ইসলামের বড়ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী। কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করেন। জাতীয় কবির অসুস্থাবস্থায় যারা কবির সেবায় নিয়োজিত ছিলেন, তিনি তাদের অন্যতম।