কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়েছে পদ্মা সেতুর ২১ তম স্প্যান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মা সেতু, ছবি: সুমন শেখ

পদ্মা সেতু, ছবি: সুমন শেখ

পদ্মা সেতুর ৩২-৩৩ নম্বর পিলারের ওপর ২১তম স্প্যান বসতে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জ মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পদ্মাসেতুর এই পিলারটি স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘সকালে কুয়াশার কারণে কিছুটা সমস্যা হয়েছে। ২১ নম্বর স্প্যানটি জাজিরা প্রান্তে ক্রেনে করে নিয়ে যেতে কিছুটা সময় লাগে। তবে আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই স্প্যানটি নির্ধারিত পিলারে বসানোর জন্য। যদি আজকে বসাতে না পারি তাহলে কালকে পিলারের ওপর বসবে।’

২১ নম্বর স্প্যান বসানো হলে তিন কিলোমিটারের বেশি দৃশ্যমান হবে পদ্মাসেতু।

এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর ২০ নম্বর স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে ১৪টি স্প্যান বসেছে। এ নিয়ে মূল সেতুর ৮৫ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি জানুয়ারি মাসে আরও ৩টি স্প্যান বসার কথা রয়েছে।