ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওমানের সুলতান, ছবি: সংগৃহীত

ওমানের সুলতান, ছবি: সংগৃহীত

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সোমবার (১৩ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো রাষ্ট্রীয় শোক পালনের চিঠি

রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে- বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। সুলতানের মৃত্যুতে ওমানে ৪০ দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।