‘মুজিব বর্ষ’ উদযাপনে তথ্য কমিশনের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তথ্য কমিশনের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন/ ছবি: বার্তা২৪.কম

তথ্য কমিশনের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন/ ছবি: বার্তা২৪.কম

‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের মাসভিত্তিক কিছু ঘটনা প্রবাহ নিয়ে তথ্য কমিশন এবারের বর্ষপঞ্জি ২০২০ প্রকাশ করেছে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে কমিশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বর্ষপঞ্জি ২০২০ এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব জনাব মো. তৌফিকুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. উর্মি বিনতে সালাম, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. রেজউয়ান-উল-আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জনাব জে.আর. শাহরিয়ার। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ তথ্য কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।