বছর জুড়ে তৈরি হত জাল টাকা, জব্দ ৫ কোটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ধানমন্ডির জাল টাকা তৈরির কারখানা থেকে উদ্ধারকৃত টাকা

ধানমন্ডির জাল টাকা তৈরির কারখানা থেকে উদ্ধারকৃত টাকা

ধানমন্ডির জাল টাকার কারখানা থেকে ৫ কোটি টাকা জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় কারখানার সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১ টায় ধানমন্ডির ৭/এ একটি আবাসিক ভবনের সামনে থেকে ব্রিফ করে এ কথা জানান র‍্যাব ১০ এর সিও অতিরিক্ত ডিআইজি কাইমুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় আটককৃতরা হলেন শাহ আলম ও সাইফুল ইসলাম।

কাইমুজ্জামান বলেন, গতকাল রাত ৯ টায় কদমতলী এলাকা থেকে শাহ আলম নামের একজনকে ১ লাখ ৯০ হাজার টাকাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তার কাছ থেকে ধানমন্ডির এই জাল টাকা কারখানার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে আজ সকাল ৯ টায় অভিযান চালানো হয় বাসাটিতে।

অভিযানে ৫ কোটি জাল টাকা উদ্ধার করা হয়। তাছাড়া জাল টাকা তৈরির সরঞ্জাম হিসেবে ৮টি প্রিন্টার, কেমিক্যালের বোতল ও রিম জব্দ করা হয়।

র‍্যাব ১০ এর সিও অতিরিক্ত ডিআইজি কাইমুজ্জামান

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা এই চক্রের সঙ্গে জড়িত। তাদের আরও সদস্য রয়েছে। তারা সারা বছরই জাল টাকা তৈরি করে। আমরা আরো তথ্য নিয়ে তাদের বিরুদ্ধেও অভিযান চালাব।

অন্যদিকে সরজমিনে দেখা যায়, দুই রুম বিশিষ্ট এই ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা ও টাকা তৈরির সরঞ্জাম। তবে এই বাসা থেকে এ দুজন ছাড়া অন্য কাউকে দেখা যায়নি।

আরও পড়ুন-  ধানমন্ডিতে নকল টাকা তৈরির কারখানা, কোটি টাকা উদ্ধার