অর্থমন্ত্রীর বাসায় চুরি, গ্রেফতারের চেষ্টায় পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গুলশানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর গুলশান ২ এর ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নেয় গৃহকর্মী সালমা বেগম। ঘটনার পর থেকেই সালমা বেগম পলাতক রয়েছেন। গৃহকর্মী সালমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকার আত্রাই গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. খোরশেদ আলম বলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে।