র‍্যাবের অভিযানে দুই জঙ্গি আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক দুই জঙ্গি/ছবি: সংগৃহীত

আটক দুই জঙ্গি/ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী ও টাঙ্গাইলের ঘাটাইল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আটকরা হলেন, মো.তাভী খাঁন (২১) ও মো. সোহাগ হাওলাদার সোহাগ (২৫)।

উদ্ধার করা বই, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে র‍্যাব-৪ এর পৃথক দুইটি অভিযানে রাজধানীর গাবতলী ও টাঙ্গাইলের ঘাটাইল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম'র সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই জঙ্গি জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য। তাদের কাছে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করা হয়।