মোয়াজ্জেম আলীর জানাজা বুধবার সকালে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সৈয়দ মোয়াজ্জেম আলী | ফাইল ছবি

সৈয়দ মোয়াজ্জেম আলী | ফাইল ছবি

কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজা বুধবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হবে।

মোয়াজ্জেম আলীর সম্মানে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

গত সোমবার (৩০ ডিসেম্বর) বার্ধক্যজনিত জটিলতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী।

সরকারি চাকরি থেকে অবসরের পরও চুক্তিভিত্তিক নিয়োগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। মেয়াদ শেষে এ মাসেই তিনি দেশে ফিরে আসেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।