মোয়াজ্জেম আলীর প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের শ্রদ্ধা

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোয়াজ্জেম আলীর প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের শ্রদ্ধা/ ছবি: বার্তা২৪.কম

মোয়াজ্জেম আলীর প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের শ্রদ্ধা/ ছবি: বার্তা২৪.কম

ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখলে প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রতি মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন ভারতের বন্ধু এবং কাজ করার জন্য একজন দুর্দান্ত কূটনীতিক এবং সুন্দর মানুষ। ভারতে তার সমস্ত বন্ধুবান্ধব তাকে মিস করবেন।’

প্রয়াত রাষ্ট্রদূতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশনে খোলা এক শোক বইয়ে এসব কথা লিখেন গোখলে।

বিজ্ঞাপন

গোখলে আরও লিখেন, ‘আমরা হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও বাংলাদেশে তার সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

শোক বইটি ২ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন খোলা থাকবে।

সৈয়দ মোয়াজ্জেম আলী ৭৫ বছর বয়সে সোমবার (৩০ ডিসেম্বর) বার্ধক্যজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।