আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে প্রায় ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে আশুলিয়ার বাইপাইলের হাজী মিজান নামে একটি শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, সকালে হঠাৎ ওই শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।