ক্যাসিনো কাণ্ড: সাবেক যুবলীগ নেতা শেখ মারুফকে দুদকে তলব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ ফজলুর রহমান মারুফ/ছবি: সংগৃহীত

শেখ ফজলুর রহমান মারুফ/ছবি: সংগৃহীত

বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সঙ্গে যুক্ত হয়ে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে অর্থ আয়, পাচার এবং রূপান্তরের অভিযোগ উঠেছে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং শেখ সেলিমের ভাই শেখ ফজলুর রহমান মারুফের বিরুদ্ধে।

এছাড়াও তার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অর্জিত শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এসব অভিযোগের ভিত্তিতে সাবেক এই যুবলীগ নেতার বক্তব্য ও অবস্থান জানানোর জন্য আগামী ৭ জানুয়ারি দুদকে স্বশরীরে হাজির হতে বলে এক নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সমূহের ব্যাপারে শেখ ফজলুর রহমান মারুফের কোন বক্তব্য নেই বলে গণ্য করা হবে।