ইভিএমের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম,  ছবি: বার্তা২৪.কম

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম, ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের জন্য আটটি স্থানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়েছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, ইভিএমের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, ইভিএম রাখার জায়গা সিলগালা করা হয়েছে। ভোটের ১ থেকে ২ দিন আগে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, তা ভোটারদের দেখানো হবে।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এসব কথা জানান উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।

আবুল কাশেম বলেন, নির্বাচন উপলক্ষে রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে।

২৮ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৭৫৬ জন এবং সংরক্ষিত আসনে ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।