কালশীতে আগুনে জ্বলছে ৩০০ ঘরবাড়ি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

মিরপুরে কালশীর বাউনিয়া বাঁধের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনুমানিক ৩০০ ঘরবাড়ি দাউ দাউ করে জ্বলছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার বাবুল মিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মিরপুরের কালশীতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্থানীয় সূত্রে জানা যায়, এই বস্তিটিতে আনুমানিক ৩০০ টির মতো ঘরবাড়ি রয়েছে। এর মধ্যে ২০০টির মতো বসতঘর ও ১০০টির মতো দোকানঘর রয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা

উপস্থিত বস্তিবাসী বলছে, এসব ঘরবাড়ি থেকে মানুষজনকে দ্রুত নিরাপদে বের করে আনা গেছে।