দুই সিটির ভোট

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং কর্মকর্তার অফিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশন ভবন/ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন ভবন/ছবি:সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সরকারি ছুটির দিনও খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনাটি পাঠিয়েছেন। তিনি বলেন, শুধু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নয়, নির্বাচন কমিশন সচিবালয়ও খোলা থাকবে।

ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, বুধবার (২৪ ডিসেম্বর) থেকে প্রতিদিনি আমাদের কার্যালয় খোলা থাকবে।

মতিঝিলের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে স্থাপন করা হয়েছে ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কার‌্যালয় স্থাপন করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।