রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি বন্ধ

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী রেল স্টেশন, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী রেল স্টেশন, ছবি: বার্তা২৪.কম

নতুনভাবে সিট প্ল্যান করার জন্য আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের ঢাকাগামী সকল আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী থেকে আন্ত:নগর সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু ও বনলতা মিলে চারটি ট্রেন চলাচল করে। এর মধ্যে শুধু বনলতা একই নামে যাওয়া আসা করে। এছাড়া বাকি তিনটা ট্রেন একেক সময় একেক নামে যাওয়া আসা করে। এতে করে অনেক সময় ট্রেন আসাতে ও ছাড়তে বিলম্ব হয়। মূলত ট্রেন শিডিউল বিলম্ব রোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, চারটি ট্রেন একই সিট প্লানের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এতে ট্রেন আসা ও ছাড়ার বিলম্ব রোধ করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, কোনো ট্রেন ঢাকা থেকে দেরিতে আসলেও সমস্যা হবে না। তখন অন্য একটি ট্রেন চালিয়ে দেয়া যাবে কাঙ্ক্ষিত নামে। সিট প্লান একই হলে এই সুবিধাটা পাওয়া যাবে। এতে যাত্রীদের সময় নিয়ে সমস্যা হবে না। যাত্রীরা যে ট্রেনের টিকিট কেটেছে সেই ট্রেনেই যেতে পারবেন। দেরিতে ট্রেন আসলেও, অন্তত ট্রেন বিলম্বে ছাড়ার বিষয়টি থাকবে না।