যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে, ছবি: সংগৃহীত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে, ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শুভেচ্ছা স্বরূপ ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এসব শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম, প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসসহ অনেকে।

এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে এসব উপহার মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উপহার পেয়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতি বছর বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়।