স্মৃতিসৌধ থেকে ঘরে ফিরছে মানুষ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে সড়কে ঘরমুখো মানুষের ভিড়। ছবি: বার্তা২৪.কম

সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে সড়কে ঘরমুখো মানুষের ভিড়। ছবি: বার্তা২৪.কম

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকেই জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের আনন্দ উপভোগ করে দিন শেষে সন্ধ্যায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে পলাশ নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে স্মৃতিসৌধে এসেছিলাম। পরিবার নিয়ে দিনটি খুব ভালো কেটেছে। বিজয়ের আনন্দ কী তা স্মৃতিসৌধ প্রাঙ্গণে না আসলে বোঝা যেত না। দিন শেষে এখন বাড়ি ফিরছি।’

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে গণমানুষের ঢল