‘সকল রাজাকারদের বিচার করা হবে’

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ছবি: বার্তা২৪.কম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ছবি: বার্তা২৪.কম

সদ্য প্রকাশ হওয়া তালিকা ধরে সকল রাজাকারদের বিচার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। এ দেশে সকল রাজাকারের বিচার করা হবে। কোনো রাজাকার, আলবদর, আল শামস ছাড় পাবে না। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।’

এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।