রেড ক্রিসেন্ট সোসাইটির বিজয় দিবস উদযাপন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রেড ক্রিসেন্ট সোসাইটি

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রেড ক্রিসেন্ট সোসাইটি

নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আয়োজনের মধ্যে ছিল- জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম।

এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সোসাইটির মগবাজারস্থ সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রেহানা আশিকুর রহমান ও রাজিয়া সুলতানা লুনা যৌথভাবে জাতীয় পতাকা এবং সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রবীন্দ্র মোহন সাহা, সোসাইটির পরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়

এরপর সকাল ১০টার দিকে সোসাইটির মহাসচিবের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নারায়ণগঞ্জসহ চারটি পয়েন্টে রক্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।