১১ দফা দাবিতে রাজশাহী জুটমিল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

জুটমিল শ্রমিকদের বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

জুটমিল শ্রমিকদের বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

জাতীয় মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জুটমিল শ্রমিকরা।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠে কাটাখালী এলাকায় অবস্থিত জুটমিলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বিজ্ঞাপন

শ্রমিকদের মিছিলটি কাটাখালী বাজার ঘুরে পুনরায় জুটমিল ফটকে এসে শেষ হয়। পরে তারা জুটমিলের ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে জুটমিল শ্রমিকরা জাতীয় মঞ্জুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীত্ব সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফার দাবি জানান।

রাজশাহী পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা প্রমুখ।

পষিদের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ ও সমাবেশ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয়ভাবে আয়োজিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবে রাজশাহী পাটকল শ্রমিকরা।’