বায়ুদূষণ: মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারকে জরিমানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উন্মুক্তভাবে বালু ফেলে রাখায় মেট্রোরেলের ঠিকাদারকে জরিমানা, ছবি: সংগৃৃহীত

উন্মুক্তভাবে বালু ফেলে রাখায় মেট্রোরেলের ঠিকাদারকে জরিমানা, ছবি: সংগৃৃহীত

রাজধানীতে বায়ুদূষণ করায় মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএএ জেবিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই কারণে বনানী এলাকায় ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আইটিডিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) পরিবেশ অধিদফতরের ভ্রাম্যামাণ আদালত ঠিকাদারি প্রতিষ্ঠানদ্বয়কে জরিমানা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেট্রোরেলের ঠিকাদারের জরিমানা করেন। অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারের জরিমানা করেন।

বিজ্ঞাপন

কাজী তামজিদ বার্তা২৪.কম-কে বলেন, 'উন্মুক্তভাবে নির্মাণ কাজের মাটি-বালু ফেলে রেখে বায়ু দূষণ করায় আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণ রোধে আমাদের অভিযান চলবে।'