রেল আইন নতুনভাবে তৈরি করা হবে: রেলমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট ,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়েতে ব্রিটিশ আমলের যে রেল আইন আছে, তা সংস্কার করে নতুনভাবে তৈরি করা হবে।’

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রেল আইন সংস্কার করার জন্য ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। ব্রিটিশ আমলের রেল আইন একেবারেই নতুনভাবে আমরা তৈরি করতে যাচ্ছি। তবে নতুন রেল আইনে পুরাতন কিছু কিছু আইনেরও সংস্কার আসবে।’

এসময় রেলমন্ত্রী বলেন, ‘রেলের কোন দুর্ঘটনা ঘটলে সেটি রেলের নিজস্ব আইনে বিচার করা হয়। তাই আপনাদের জানাতে চাই সড়কের আইন এবং রেলের আইন সম্পূর্ণ আলাদা।’

মন্ত্রী আরও বলেন, ‘রেলওয়েতে শুধু আইনের সংস্কার হলে হবে না । আমাদের এখানে লোকবলেরও কিছুটা সংকট আছে। পর্যায়ক্রমে লোকবল বাড়ানোর কাজও চলছে।’