‘এক কেজির বেশি লবণ কিনলে ৪০টা জুতার বাড়ি’

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ধামরাই(ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ধামরাইয়ে লবণ নিয়ে গুজব

ধামরাইয়ে লবণ নিয়ে গুজব

ঢাকার ধামরাইয়ে লবণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করে বলা হচ্ছে ‘কেউ যদি এক কেজির বেশি লবণ কিনে তাকে ৪০টা করে জুতার বাড়ি দেওয়া হবে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লবণ নিয়ে গুজব ছড়িয়ে পড়লে উপজেলায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয় ।

বিজ্ঞাপন

পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা শহরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি মেয়র হিসেবে সবাইকে আহ্বান জানাচ্ছি লবণের গুজবে কান দিবেন না। দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। গুজব ছড়িয়ে পড়ার কারণে অনেকে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে কেউ কান দিবেন না।

এ ঘোষণার পর সন্ধ্যায় মেয়রের পক্ষ থেকে পাড়া মহল্লা ঘুরে মাইকিং শুরু হয়েছে। এতে গোপাল নামের এক ব্যক্তি মাইকে বলেন, গুজবে কান দিয়ে কেউ প্রয়োজনের অতিরিক্ত লবণ কিনবেন না ও বিক্রি করবেন না। কেউ যদি এক কেজির বেশি লবণ কিনে তাকে ৪০টা করে জুতার বাড়ি দেওয়া হবে। আর কেউ যদি ১ কেজির বেশি লবণ বিক্রি করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

এদিকে দুপুর থেকে লবণের দাম বেড়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে দোকানগুলোতে বাড়তি ক্রেতার উপস্থিতি দেখা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি দামে লবণ বিক্রির তথ্য পাওয়া গেছে।