দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে: এলজিআরডি মন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশের সকল জায়গায় এরই মধ্যে বিদ্যুৎ পৌঁছে গেছে।’

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেল গ্রান্ড বলরুমে বাৎসরিক সানি পাওয়ার ভিশন কাস্টমার মিট ২০১৯- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘শুধু বিদ্যুৎ নয়, সকল ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। আমাদের দেশ এখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।

মাথাপিছু আয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘খুব কম সময়ের মধ্যে মাথাপিছু আয়ের দিক দিয়ে অনেক এগিয়ে গেছি আমরা। যার ফলে উন্নত দেশের দিকে অনেক খানি এগিয়ে যাচ্ছি আমরা।’

সানি পাওয়ার ভিশন কোম্পানির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাপান, চায়না, ইউরোপের পণ্য পাওয়া যায়। তাই সরকারি ও বেসরকারি সেক্টরের সবাইকে তাদের পণ্যের গুণগত মান বজায় রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাওয়ার ভিশিন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান, সানির সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট লিও জং (Liu Zhong) সহ আরও অনেকে।